বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বে প্রায় তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। প্রাণ হারিয়েছে প্রায় কয়েক কোটি মানুষ। এই পরিস্থিতিতে ভারতের পর এবার পাকিস্তান করোনায় মৃত্যুর খতিয়ান নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের বিরুদ্ধে সরব হল। ভারত হুয়ের করোনায় মৃত্যুর পরিসংখ্যানের পদ্ধতির বিরোধিতা করেছিল। সেই পথে হেঁটেছে পাকিস্তান। সূত্রের খবর, আন্তর্জাতি মঞ্চে যদি এই বিষয়ে হুয়ের বিরুদ্ধে ভারত সরব হয়, সেক্ষেত্রে পাকিস্তানকে পাশে পাওয়া যাবে। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
সম্প্রতি হু একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে জানানো হয়েছে, করোনা ভাইরাসে পাকিস্তানে দুই লক্ষ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তান যে রিপোর্ট পেশ করেছে, তার থেকে প্রায় ৮ গুন বেশি। পাকিস্তানের তরফে যে পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, দেশে ১৫ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৩০ হাজার ৩৬৯। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রিপোর্টকে গুরুত্ব দেয়নি। এই প্রসঙ্গে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনায় প্রতিটি ঘটনায় কর্মী ও আধিকারিকদের মাধ্যমে মৃত্যুর খবর সংগ্রহ করা হয়েছে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা একটু কম বেশি হতে পারে। এত বিরাট ফারাক কখনই সম্ভব নয়। হুয়ের এই পরিসংখ্যানে কোনও ভিত্তি নেই।
দুই বছর ধরে করোনা মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। করোনার জেরে বহু মানুষ তাদের প্রিয়জন হারিয়েছে। বহু শিশু বা কিশোর অনাথ হয়ে গিয়েছে। হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার বার অভিযোগ করেছে, করোনার মৃত্যু পরিসংখ্যানে একাধিক দেশ গড়মিল করেছে। নতুন রিপোর্ট প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু তা প্রমাণ করতে চাইছে বলে বিশেষজ্ঞরা মনে করছে। বিভিন্ন দেশের করোনার মৃত্যুর রিপোর্টে গত দুই বছরে কোভিডে প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু হু সেখানে দাবি করেছে, করোনার জেরে সারা দেশে কম করে দেড় কোটি মানুষের মৃত্যু হয়েছে। হুয়ের তরফে দাবি করা হয়েছে, সব থেকে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণপূর্ব এশিয়া, ইউরোপ ও আমেরিকা। তবে লাতিন আমেরিকার কয়েকটি দেশে করোনায় মৃতের সংখ্যা অনেকটাই বেশি।