গতকাল পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। এই পরিপ্রেক্ষিতে নয়া পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় মোদী লেখেন, পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে শুভেচ্ছা। ভারত সর্বদা শান্তিপূর্ণ এবং সন্ত্রাসমুক্ত এলাকার পক্ষে, যাতে আমরা উন্নয়নের কাজ চালাতে পারি এবং মানুষের কল্যান করতে পারি।অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই নিজের আসল চেহারা দেখিয়ে ফেলেছেন শাহবাজ শরিফ।
যদিও প্রথমে, অভিনন্দন জানানোর জন্য মোদীকে ধন্যবাদ জানিয়ে পাক প্রধানমন্ত্রী টেনে এনেছেন কাশ্মীর প্রসঙ্গ। কাশ্মীরে ৩৭০ ধারা রদের কথা বলেন তিনি। শাহবাজের মতে কাশ্মীর আজ রক্তাক্ত। তাই আন্তর্জাতিক মহলে কাশ্মীর প্রসঙ্গ তোলার আগে ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায় পাকিস্তান। এবং সব ধরনের কুটনৈতিক ও নীতিগত সমর্থন দেওয়ার কথা বললেন নব নির্বাচিত পাক প্রধানমন্ত্রী।
তবে এখানেই তিনি থেমে থাকেননি তিনি আরও জানান, ‘আমি মোদীকে মনে করিয়ে দিতে চাই যে দু’দেশেই দারিদ্র্য আছে। আবেদন জানাবো, মোদী এগিয়ে আসুন এবং জম্মু–কাশ্মীর সমস্যার সমাধান করুন। তারপর কাঁধে কাঁধ মিলিয়ে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব।’