দীর্ঘ সময় পর বড়ো স্বস্তি, প্রায় আট বছর বাদে অবশেষে মুক্তি পেল তারা। অনেকটা সময় পর অভিযোগ মুক্ত হলো সারদা কাণ্ডে অভিযুক্তরা। সারদা মামলা নিয়ে বড়সড় স্বস্তি পেলেন শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার সারদার প্রথম মামলা থেকে নিষ্পত্তি পেলেন তিনি। তবে কুণাল ছাড়াও এই মামলা থেকে নিষ্পত্তি দেওয়া হয়েছে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সোমনাথ দত্ত সহ বাকিদেরও। বিধাননগর এমপি, এমএলএ বিশেষ আদালতে কুণাল সহ বাকিদের সারদার এই মামলা থেকে অব্যাহতি দিলেন বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য।
২০১৩ সালে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় সারদার প্রথম মামলা করা হয়। সেই মামলায় সরাসরি যুক্ত হয় শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ, সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সোমনাথ দত্তসহ বেশ কয়েকজনের নাম। বিধননগর বিশেষ আদালতে এই মামলারই শুনানি ছিল৷ সেই মামলায় কুণাল ঘোষসহ বাকিদের অব্যাহতি দিয়েছেন বিচারপতি।
অন্যদিকে এই মামলা থেকে অব্যাহতি পেয়ে কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘আমি প্রথম থেকেই বলে আসছিলাম এই মামলার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার সেসময় না এক টাকা নেওয়ার ক্ষমতা ছিল, না আমি এক টাকাও দিয়েছিলাম। কিন্তু তারপরেও এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়েছিল৷ আমাকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে।
যে কারণে আমার জীবনের ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে।’ এদিন তিনি আরও বলেন যে, ‘আমি যে এই তহবিলের সঙ্গে কোনওরকম ভাবে যুক্ত ছিলাম তা প্রমাণ করতে পারেনি সরকারি আইনজীবী, আমার নাম জড়িত রয়েছে এমন কোন নথি পর্যন্ত পাওয়া যায়নি।’
কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, ‘যেহেতু সারদার প্রথম মামলা থেকে কুণাল ঘোষ, সুদীপ্ত, দেবযানীসহ বাকিদের অব্যাহতি দেওয়া হয়েছে তাই এই মামলাই আর রইল না। অর্থাৎ সারদার প্রথম মামলা যেটি ২০১৩ সাল থেকে চলছিল, সেটি দীর্ঘ ৯ বছর পর শেষ হল ২০২২ সালে।’