প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ওয়েবের দুনিয়ায় ফিরছে একবছর বাদে

অবশেষে প্রতীক্ষার অবসান। ফিরে আসতে চলেছে পুরোনো স্মৃতি। পরিবারের নানা সমস্যা আর গোয়েন্দা এজেন্সিকে ঝুঁকিপূর্ণ কাজ কীভাবে একসঙ্গে সামলান মনোজ, ওরফে শ্রীকান্ত, তাই এই সিরিজের মূল আকর্ষণ। এবারও ট্রেলারে ধরা পড়ল সেই সমস্য়াই। প্রথম সিজন শেষেই দর্শকদের উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছিলেন মনোজ বাজপেয়ী। ২০১৯ সালে সবচেয়ে বেশি চর্চিত ওয়েবসিরিজ গুলির মধ্যে অন্যতম ছিল মনোজ বাজপায়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’। এবার মুক্তি পেল দ্য ফ্যামিলি ম্যান ২’-এর ট্রেলার। মনোজ বাজপেয়ীর পাশাপাশি প্রিয়মণি, শারিব হাসমিকেও দেখা যাবে। এবারও সেই টিম নিয়েই ফিরছেন মনোজ। এর আগেও ট্রেলার মুক্তির দিন ঘোষণা করেও পিছিয়ে আসতে হয়েছিল প্রযোজক সংস্থাকে। এবার সিজন মুক্তির অপেক্ষায় ওয়েব সিরিজ প্রেমীরা। আগামী ৪ জুন আমাজন প্রাইমে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত দ্য ফ্যামিলি ম্যান ২।

আর প্রত্যাশা মতোই স্বমহিমায় ধরা দিলেন মনোজ বাজপেয়ী। উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায়। একদিকে স্ত্রী, সন্তানেরা আর অন্যদিকে তাঁর মিশন। নিজের পুরনো চাকরি ছেড়ে নতুন কর্মক্ষেত্রে যোগ দিয়েছে শ্রীকান্ত। যে কাজ তার একেবারে নাপসন্দ। দূরত্ব বেড়েছে স্ত্রীর সঙ্গেও। যার জন্য পৌঁছে গিয়েছেন কাউন্সেলিং করাতেও। আর ঠিক উলটো দিকে তখন ভিতর ভিতর প্রস্তুতি নিতে হচ্ছে জঙ্গিদমনের। চেন্নাইয়ে তৈরি হয়েছে সন্ত্রাসের আবহ। বড়সড় হামলার ছক কষেছে আইএসআই। NIA অফিসার হিসেবে এই সন্ত্রাস হামলাকে রুখে দেওয়ার মিশনেই নেমেছে টিম শ্রীকান্ত। গত বছর থেকেই এই জনপ্রিয় ওয়েব সিরিজের অপেক্ষায় ছিলেন দর্শক।