বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই অবশেষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল।
গত বছর এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তিহাড় জেলে দিন কাটছিল কেষ্ট-কন্যার। জামিনের আর্জি মঞ্জুর হতেই উৎসবের মেজাজ বীরভূমের আটকুলা গ্রামে। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অনুব্রত-কন্যার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাঁকে।
বিচারপতি নীনা বনশল কৃষ্ণা জানিয়েছেন, মামলার শুনানির সময় নিম্ন আদালতে হাজিরা দিতে হবে সুকন্যাকে। একইসঙ্গে বলা হয়েছে, এই মামলা চলাকালীন অনুমতি ব্যতীত বিদেশযাত্রা করতে পারবেন না তিনি।