দীর্ঘ আপেক্ষার শেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষিকার পদে যোগদান করেন তিনি।
উল্লেখ্য, তৎকালীন মন্ত্রী-কন্যা অঙ্কিতার জায়গায় ববিতা এবং ববিতার পর চাকরি পেলেন অনামিকা। নম্বরে কারচুপির অভিযোগে চাকরি যায় তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। পরেশ-কন্যার জায়গায় চাকরি পান ববিতা সরকার। কিন্তু ভুল তথ্য দেওয়ার অভিযোগে চাকরি হারান ববিতাও। এরপরই মেধাতালিকায় নাম থাকা পরবর্তী দাবিদার হিসেবে মামলা করেন অনামিকা। হাইকোর্টের নির্দেশর ৪ মাস পর নিয়োগপত্র মিলল অনামিকার। আজ সেই নিয়োগপত্র নিয়ে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করেন।

এদিন অনামিকা রায় বলেন, “আজকের দিন খুব আনন্দের দিন। গতকাল জয়েনিং লেটার পেয়েছি। আজ হরিহর উচ্চ বিদ্যালয়ে এসে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগদান করলাম। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে শিক্ষিকা হিসেবে স্কুলে যোগদান করতে পেরে খুব ভালো লাগছে। বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ছিল। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাই।”