দীর্ঘ সময় বাদে আবার বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী

বহু বছর পর ফিরে এলো সেই পুরোনো স্মৃতি। দীর্ঘ বিরতির পর আবারও বিনোদন জগতের রুপোলি পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। প্রায় তেরো বছর পর্দায় ফিরতে চলেছেন শিল্পা শেঠি। সৌজন্যে প্রিয়দর্শন পরিচালিত ‘হাঙ্গামা ২’। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এই ছবিতে আরও একবার তাঁর আইকনিক সুপার হিট গান ‘চুরাকে দিল মেরা’ গানে ঝড় তুলতে চলেছেন শিল্পা। তবে এবার অক্ষয় নয়, শিল্পার সঙ্গে দেখা গেল বছর ২৬-র মিজান জাফরিকে। নতুন ভার্সনে দুজনকে মূল কোরিওগ্রাফির মতোই সিগনেচার মুভসে ঠুমকা লাগাতে দেখা গেছে। নব্বইয়ের দশকে  অক্ষয় কুমারের সঙ্গে ‘চুরাকে দিল মেরা’ গানে চুটিয়ে পারফর্ম করেছিলেন শিল্পা। এভাবে আরও একবার শিল্পাকে পেয়ে নস্টালজিক দর্শকরা। ছবিতে আরো অভিনয় করছেন রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়া এবং অন্যান্যরা। ২৩ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই কমেডি সিক্যুয়াল।