হলফনামা তলব ইউনিফর্মে বাংলা লোগো নিয়ে

উঠেছিলো অভিযোগের আঙুল৷ সরকারি স্কুলের ইউনিফর্মে বিশ্ব বাংলা লোগো থাকবে কেন? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে মামলা৷ সেই মামলায় এবার রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট৷

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে শুরু হয় এই মামলার শুনানি৷ সেই মামলাতেই আদালত জানায়, আগামী দু’ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে হলফনামা জমা দিতে হবে৷ স্কুলের ইউনিফর্মে কেন বিশ্ববাংলা লোগো লাগানোর প্রয়োজন মনে করছে রাজ্য সরকার তা হলফনামা দিয়ে তাদের জানাতে হবে৷ তার এক সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেবে মামলাকারী৷

প্রসঙ্গত, কয়েক মাস আগে ইউনিফর্ম সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সমগ্র শিক্ষা মিশন৷ তাতে বলে হয়েছিল সমস্ত সরকারি স্কুলের পোশাক নীল-সাদা হবে এবং তাতে থাকবে বিশ্ব বাংলা লোগো৷ সরকারের এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই বিতর্কে ঝড় ওঠে৷ কেন সব স্কুলের পোশাক নীল-সাদা হবে এবং কেনই বা তাতে বিশ্ব বাংলার লোগো থাকবে তা নিয়ে প্রশ্ন তোলে শিক্ষামহল৷

অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেজারেশন এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে যায়৷ তাঁদের যুক্তি ছিল বিশ্ব বাংলা লোগো সরকারের হস্তশিল্প বা বস্ত্রশিল্প ক্ষেত্রকে তুলে ধরার জন্য প্রচারমূলক হিসাবে ব্যবহৃত হয়৷ সেই লোগো কেন পড়ুয়াদের উফনিফর্মে বসানো হবে? এর বিরোধিতা করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এটা স্কুলের স্বাধীনতায় হস্তক্ষেপ৷

শিক্ষাবিদেরা একাংশও সরকারের এই উদ্যোগের নিন্দা করেছিলেন। এরপর এই বিষয়ে মামলা হয়৷ মঙ্গলবার শুনানির সময় রাজ্য সরকারের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে ২ অগস্ট।