দোকানের ছাউনির টিন খুলে ভেতরে ঢুকে দুঃসাহসিক চুরি! সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বৃহস্পতিবার মাঝরাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বিডিও রোডের এক বিল্ডার্সের দোকানে। শুক্রবার দোকান খুলতেই মালিকের চক্ষু চড়কগাছ !
দোকানের ভেতরে জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে, ক্যাশ বাক্স খোলা পাশাপাশি উপরের ছাউনির টিন খোলা। ক্যাশ বাক্সে রাখা নগদ টাকা খোয়া গেছে। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।
সিসিটিভিতে দেখা যাচ্ছে একজন মুখঢেকে দোকানে ঢুকে লুটপাট চালাচ্ছে। দোকান মালিকের দাবি, ক্যাশ বাক্স থেকে প্রায় ১৫-২০ হাজার টাকা চুরি হয়ে গেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।