রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে।বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের গচিয়ার সাব স্টেশনে।প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এক রাউন্ড গুলি ছোড়েন দুষ্কৃতীরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।
জানা গেছে গঙ্গারামপুর ব্লকের গোচিয়ার এলাকায় রয়েছে বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশন।প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও সাব স্টেশনে পাহারা দিচ্ছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।
রাত্রি দুটো নাগাদ দুষ্কৃতীরা পাচীরের ওপরে থাকা কাঁটাতার কেটে প্রবেশ করে সাব স্টেশনে। সেইসময় নিরাপত্তায় থাকা নিরাপত্তা রক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে দুষ্কৃতীরা। সেইসঙ্গে দায়িত্বে থাকা ৭ নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে করে দেওয়া হয় একঘরে।
এরপরে সাব স্টেশনের বিভিন্ন স্টোররুমে ভাঙচুর করে ইলেক্ট্রিকের সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় জেলাজুড়ে। ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার আইসি ও এসডিপিও এবং পরে ঘটনাস্থলে আসে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। এই ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে জানান সাব স্টেশনের ইঞ্জিনিয়ার।