কিরণচন্দ্র শ্মশান ঘাটে পরিদর্শনে প্রশাসক গৌতম দেব

শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশান ঘাটের বিদ্যুৎ চুল্লী বিকল হয়ে পরে এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার জানান শুক্রবার বিকেল মধ্যে বিকল চুল্লী ঠিক হয়ে যাবে। সেই মত গতকাল বিকেলে ঠিক হয় শর্ট সার্কিটে বিকল হয়ে যাওয়া বিদ্যুৎ চুল্লি। শনিবার ঘটনার খবর পেয়ে সরজমিনে পরিস্থিতি ক্ষতিয়ে দেখলেন প্রশাসক গৌতম দেব। এদিন পরিদর্শনের পর সাংবাদিক মাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম দেব জানান আগামী ২-৩ সপ্তাহের মধ্যে নতুন বৈদ্যুতিক প্যানেলের বোর্ড কাজ শুরু হবে। পাশাপাশি তিনি আরো জানান দাহ কাজ সম্পন্ন করতে আসা পরিজনদের জন্য বসার ব্যবস্থা করার সাথেসাথে সুন্দরজান করার কাজে হাত লাগাবে শিলিগুড়ি পৌর নিগম।