প্রেক্ষাগৃহে আসার আগেই রেকর্ড ছুঁল ‘আদিপুরুষ’

মাত্র দু’দিনের মধ্যেই ভারতীয় প্রেক্ষাগৃহে আত্মপ্রকাশ করবে ‘আদিপুরুষ’। তার আগে এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা দেখার মতো। দিল্লি, মুম্বাই সহ দেশের মেট্রো শহরে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে। এমনকি, প্রভাস-কৃতি শ্যানন ছবিটি মুক্তির আগেই রেকর্ড ব্যবসা করেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লি-মুম্বাইয়ের প্রেক্ষাগৃহের মাল্টিপ্লেক্সের মালিকরা ‘আদিপুরুষ’-এর টিকিট বিক্রি করে মাথা তুলতে পারছেন না! টিকিট বিক্রি হচ্ছে দ্রুত। প্রায় প্রতিটি হলের সব অনুষ্ঠানই হাউসফুল। মুক্তির দুদিন পর বক্স অফিসের মার্কশিটের নিয়ে নির্মাতাদের চিন্তা করতে হবে না। দিল্লি-মুম্বাইয়ের প্রথম দিনের প্রথম শোয়ের জন্য ভক্তরা ‘আদিপুরুষ’ টিকিট কিনছেন 2,000 টাকায়। এরপর মুক্তির আগেই সাড়ে ৫ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

এখন পর্যন্ত 3D শো 3.50 কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি করেছে। হিন্দি ভাষী 3D শোতেও ব্যবসা খারাপ নয়। প্রায় ৫০ লাখ টাকা। এখানে চার কোটি টাকার ব্যবসা। এছাড়াও, তেলেগুতে 3D শোগুলির অগ্রিম বুকিং আরও 1.06 কোটি টাকা আয় করেছে৷
প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল তেলেগু প্রযোজক অভিষেক আগরওয়ালের পথ অনুসরণ করে দরিদ্র শিশুদের জন্য ‘আদিপুরুষ’ দেখতে 10,000 টিকেট কিনতে চলেছেন রণবীর কাপুর। এটা বলার অপেক্ষা রাখে না যে এই সিনেমা বলিউড বক্স অফিসে প্রভাব ফেলবে।