বাড়তি রেশন পাওয়া যাবে চলতি মাসে

দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এখন প্রতি মাসে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়। শুরু হয়েছে বহু প্রতীক্ষিত বাঙালির পুজো, চারিদিকে সেজে উঠছে আলোর রোশনাইতে। চলছে পুজোর মাস, প্রত্যেকেরই একটু বেশি খরচ হয়। এই আবহে এবার বড় সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। অক্টোবর মাসে রেশনে বাড়তি সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

চাল, গমের পাশাপাশি এবার রেশনে পাওয়া যাবে আরও দু’টি সামগ্রী। রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, অক্টোবর মাসে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড হোল্ডাররা চাল, গমের পাশাপাশি ময়দা এবং চিনি পাবেন। AAY কার্ডের গ্রাহকরা ছাড়া আর কেউ এই সুবিধা পাবেন না।

আপনার যদি অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড থাকে, তাহলে পুজোর মাসে কার্ডপিছু ১ কেজি করে ময়দা এবং ১ কেজি করে চিনি মিলবে। বাজারের থেকে কম দামে রেশন থেকে এই সামগ্রী পাওয়া যাবে। ১ কেজি ময়দা মাত্র ৩০ টাকা এবং ১ কেজি চিনি মাত্র ৩২ টাকায় পাওয়া যাবে।