ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঐন্দ্রিলা

মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।এরপরই তড়িঘড়ি তাঁকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অভিনেত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা। সকলেই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।

তাঁর প্রেমিক সব্যসাচী চক্রবর্তী ঐন্দ্রিলার পাশে এই সময় ছায়ার মতো রয়েছেন। অভিনেত্রীকে নিয়ে এ দিন সকালে নেটমাধ্যমে পোস্ট করেন অভিনেতা সৌরভ দাস। ফেসবুক পোস্টে সকলের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, ‘ঐন্দ্রিলাকে নিয়ে জল্পনা করা বন্ধ করুন। আমি আর দিব্য সব্যসাচীর সঙ্গে শুরু থেকে রয়েছি। তবে ফোন তোলার মতো পরিস্থিতি নয় এখন। বিব্রত হবেন না । সঠিক সময় সব্য ঠিক জানিয়ে দেবে, যেমনটা ও সবসময় করে আসছে। এতটা উদ্বেগের জন্য ধন্যবাদ। প্রার্থনা করুন।’

অভিনেতা সৌরভ দাসের পোস্টে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ঐন্দ্রিলার ভক্তরা। এক অনুরাগী লিখেছেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি দিদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো’। কেউ লিখেছেন, ‘ভীষণ চিন্তা হচ্ছে, ভগবান যেন তাড়াতাড়ি ভালো করে দেয়।’