প্রাণে বেঁচে গেলেন তিনি, সামান্যের জন্যই পেলেন রক্ষা৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেত্রী মালাইকা আরোরা৷ মুম্বইয়ের পনভেল এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি৷ খোপোলি এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় মালাইকার গাড়ি৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত অভিনেত্রীকে৷
জানা গিয়েছে, রাজ ঠাকরের একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার জন্য খোপোলি এক্সপ্রেসওয়ের উপর দিয়ে পুনে থেকে মুম্বই যাচ্ছিলেন তাঁর দলের কর্মী-সমর্থকরা। তাঁদেরই তিনটি গাড়িতে পর পর ধাক্কা মারে মালাইকার গাড়ি। দুর্ঘটনার মালাইকা চোখে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে৷ রাজ ঠাকরের সমর্থকরাই তাঁকে তড়িঘড়ি নবি মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যান৷ চোট লাগলেও তিনি বিপন্মুক্ত বলেই হাসপাতাল সূত্রে খবর। এদিকে, অভিনেত্রীর গাড়ি দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন তারকারা।
২০২১ সালে নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে সিলমোহর দেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। একে অপরের প্রেমে তাঁরা হাবুডুবু খান৷ ডিনার ডেট থেকে মুভি ডেট, হামেশাই এক ফ্রেমে ধরা দেয় এই লাভ বার্ডস। কখনও হাতে হাত রেখে তাঁদের দেখা যায় বলিউডের হাই প্রোফাইল বিয়েতে৷ তাঁদের বিয়ে নিয়েও নানা জল্পনা, গুঞ্জন চলছিল বলিপাড়ায়। তাঁদের সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো চললেও, তা ম্যাচোম্যানের মতোই সামলেছেন অর্জুন৷ আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের দাম্পত্যে ইতি টানার পর থেকেই অর্জুনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী৷