অভিনেতা রঞ্জিত মল্লিককে দেখা যাবে ওয়েব সিরিজে

দীর্ঘ দিন পর অভিনয়ে ফিরছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। তবে কোনও বড় পর্দায় নয়, তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে। সিরিজের নাম, ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’। সিরিজটি পরিচালনা করছেন তাঁর বন্ধু ও পরিচালক হরনাথ চক্রবর্তী। বরাবর সততার প্রতীক হিসাবেই পর্দায় ধরা দিয়েছেন তিনি।

টলি পাড়ায় কান পাতলে গুঞ্জন, এবার ওটিটিতে ডেবিউ করতে চলেছেন রঞ্জিত মল্লিক। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি ওয়েব সিরিজ ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এ দেখা যেতে পারে তাঁকে। জানা গিয়েছে, সম্পূর্ণ পারিবারিক কাহিনী নিয়ে তৈরি এই ওয়েব সিরিজ। একদম ঘরোয়া, ছিমছাম গল্প। একজন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক তার বাকি জীবন কীভাবে কাটাতে চান সেই নিয়েই সিরিজ। আর এই প্রবীণের ভূমিকাতেই দেখা যাবে রঞ্জিত মল্লিককে।

শোনা যাচ্ছে, ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এর শ্যুটিং। রঞ্জিত মল্লিকের বিপরীতে অভিনয়ের কথা ছিল অঞ্জনা বসুর। কিন্তু আচমকা তিনি অসুস্থ হয়ে পড়ায় খোঁজ চলছে নতুন মুখের। তবে ছবি সম্পর্কে প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।