নরওয়ের ‘কুইক স্টাইল’-এর সঙ্গে নেচে তাক লাগিয়ে দিচ্ছে ৬৫-র অনিল কাপুর

অনুরাগীরা অনিলকে দেখে মুগ্ধ। সময়ের সঙ্গে তাঁর তাল মিলিয়ে চলার স্বভাবের প্রশংসা করেছেন অনেকেই। সময় যত এগচ্ছে, ততই বয়স কমছে অনিল কাপুরের। আরও একবার যেন সে কথাই প্রমাণ করে দিলেন ৬৫-র অভিনেতা।১৯৯৯ সালে মুক্তি পায় অনিলের ‘সাহেব’। সেই ছবির ‘ইয়ার বিনা চ্যাইন কহা রে’-র তালে আরও একবার নেচে উঠলেন অভিনেতা। ভিডিয়োটি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেছে আন্তর্জাতিক ড্যান্স গ্রুপটি।

অনিলকে শেষ বড় পর্দায় দেখা যায় ধর্ম প্রোডাকশনসের ‘যুগ যুগ জিও’-তে। আপাতত সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিম্যাল’-এর শ্যুট নিয়ে ব্যস্ত। ছবিতে অনিলের সঙ্গে অভিনয় করবেন রণবীর কাপুর, ববি দেওল এবং রশ্মিকে মন্দনার মতো অভিনেতা ও অভিনেত্রীরা। এ ছাড়াও সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-এও দেখা যাবে।

এখানেই থেমে যাননি তাঁরা। অনিলের ‘১৯৪২: আ লাভ স্টোরি’র গানেও একটি ভিডিয়ো করেছে তাঁরা। ‘এক লড়কি কো দেখা তো’ গানটিকে মজার মোড়কে মুড়ে নতুন করে তুলে ধরা হয়েছে সিনেপ্রেমীদের কাছে। অনুরাগীরা অনিলকে দেখে মুগ্ধ। সময়ের সঙ্গে তাঁর তাল মিলিয়ে চলার স্বভাবের প্রশংসা করেছেন অনেকেই। একজন লিখেছেন, ‘অনিল কাপুর সর্ব কালের সেরা’। অনিলকে শেষ বড় পর্দায় দেখা যায় ধর্ম প্রোডাকশনসের ‘যুগ যুগ জিও’-তে। আপাতত সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিম্যাল’-এর শ্যুট নিয়ে ব্যস্ত। এই ছবিতে অনিলের সঙ্গে অভিনয় করবেন রণবীর কাপুর, ববি দেওল এবং রশ্মিকে মন্দনার মতো অভিনেতা। এ ছাড়াও সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-এও দেখা যাবে তাঁকে। তাক লাগিয়ে দিচ্ছেন অনিল কাপুর।