বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ফের রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে কোমর বাঁধছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বিরোধীদের তরফ থেকে আগেই অভিযোগ করা হয়েছিল, বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পর বাতিল রেশন কার্ড নিয়ে প্রচুর খাদ্যসামগ্রী তোলা হয়েছিল। রেশন থেকে তুলে সেই খাদ্যসামগ্রী মোটা টাকায় বাইরে বিক্রির অভিযোগও উঠেছিল। এবার এই বিষয়টি খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই কারণে খাদ্য দফতরের থেকে বাতিল রেশন কার্ডের তথ্য চেয়ে পাঠালেন তাঁরা।
২০১৮ সাল থেকে ২০২৪ অবধি কতগুলি রেশন কার্ড বাতিল হয়েছে সেই তথ্য চেয়েছে ইডি। বায়োমেট্রিক পদ্ধতির শুরু হওয়ার পর কতগুলি রেশন কার্ড বাতিল করা হয়েছে সেই তথ্য তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।