ফুলবাড়িতে পুকুর ভরাটের অভিযোগ, বিক্ষোভ দেখালেন স্থানীয়রা-ঘটনায় উত্তেজনা

ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ফুলবাড়ির এক নম্বর অঞ্চলের জামুড়াভিটা এলাকায় একটি পুকুর ভরাট ও সৌন্দর্যায়ন করাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়।জানা গিয়েছে, জামুড়াভিটা এলাকায় একটি পুকুর রয়েছে।

সেখানে ছট পুজো, দূর্গা পুজোর বিসর্জন হয়।অভিযোগ, কিছুদিন ধরে পুকুরটিকে ভরাট করার কাজ হচ্ছে।আর এতেই ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা।সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি।তিনি এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।শিখা চ্যাটার্জির অভিযোগ, পুকুর ভরাট করে কোন সৌন্দর্যায়ন হয় না।

এখানে রেস্তোরাঁ সহ বহুতল করা হবে।যেকারনে বড় বড় গর্ত করা হয়েছে।অন্যদিকে ঘটনাস্থলে আসেন ডাবগ্রাম ফুলবাড়ির আইএনটিটিইউসি’র সুকান্ত করের নেতৃত্বে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক এবং উপপধান আনন্দ সিনহা।এরপরই দুপক্ষের মধ্যে বচসা বাঁধে।হাতাহাতির ঘটনাও ঘটে।পরবর্তীতে খবর পেয়ে এনজেপি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।