কোচবিহার জেলার অন্যতম প্রাচীন পুজো বড় তারার পুজো। কোচবিহারের মদন মোহন মন্দিরের এই পুজো শতাব্দী প্রাচীন। শতাব্দী প্রাচীর এই পুজো কোচবিহার তথা উত্তরবঙ্গ এবং নিম্ন আসামের অন্যতম বড় পুজো হিসেবে পরিচিত। স্থানীয় মানুষের কাছে এই দেবী বড় তারা নামে পরিচিত। শুরু থেকেই এই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো৷ চার শতাব্দীরও বেশী সময় ধরে এই পুজো তাঁর ঐতিহ্যকে বহন করে চলেছে।
কোচবিহারের মহারাজাদের পৃষ্ঠ পোষকতায় কোচবিহারে যে সকল ধর্মীয় অনুষ্ঠান হতো এখন তা দেখভালের দায়িত্বে রয়েছে দেবত্র ট্রাস্ট বোর্ড। এই দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে কোচবিহার মদন মোহন মন্দিরে বড় তারার পুজো হয়ে আসছে। এই পুজোর রীতি অন্য পুজোর থেকে সম্পূর্ণ আলাদা। রাজ আমল থেকে এই বড় তাঁরার পুজোতে পাঁচটি বলি প্রথা প্রচলন আছে, যার মধ্যে পাঠা, মেষ, হাঁস, পায়রা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাগুর মাছ।
রাজ পুরোহিত হরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘দীর্ঘদিন থেকে নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পুজো হয়ে আসছে। রাজ আমল থেকেই এই বড় তারার পুজোয় বলির প্রথা রয়েছে। মাগুর মাছ, পাঠা, মেষ সহ পাঁচটি বলি হবে এই পুজোয়। এক সময় রাজ বাড়িতেই হতো এই পুজো। বর্তমানে কোচবিহার মদনমোহন মন্দিরে রাজ পরিবারের নিয়ম অনুযায়ী পূজো হয়। প্রতিবছর বহু ভক্ত ভিড় করে এই পুজো দেখতে।’