রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বেআইনি চাকরি প্রাপকদের নিয়ে বড় বার্তা শোনাল কলকাতা হাইকোর্ট। আইন বিরুদ্ধভাবে চাকরি পেয়েছে জানলে সেই চাকরি বতিল করবে আদালত, এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে এমন মন্তব্য করেছেন বিচারপতি। এই মামলার অভিযোগ প্রমাণিত হলে ৩০ হাজার চাকরি প্রশ্নের মুখে পড়তে পারে।
২০১৪ সালে টেট হয়ে এবং ২০১৬ নিয়োগ করা হয়। অভিযোগ উঠেছে, ৮২৪ প্যানেলভুক্ত যাদের নম্বর মামলাকারীর চেয়ে কম আছে। ভাইভা বা বোর্ডের অ্যাপটিটিউট টেস্ট ছাড়াই মামলাকারীরা তাদের চেয়ে বেশি নম্বর পেয়েছেন বলে দাবি। এক সময় প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা দায়ের হয়। যেখানে প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়। যদিও প্যানেল প্রকাশিত হয়নি। এর পর মামলাকারীরা ১৩৯ প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করেন যাদের নম্বর প্যানেলভুক্তদের চাইতে বেশি।
এই প্রেক্ষিতেই আদালতের নির্দেশ, ১৩৯ জনের নম্বর মিলিয়ে দেখবে বোর্ড। আগামী ১০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। আসলে মুলত উত্তর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুর নিয়ে অভিযোগ। ৩২ হাজার অপ্রশিক্ষিত চাকরি পেয়েছেন।