কেন্দ্র সরকারের নয়া ঘোষণা অনুযায়ী কমবে গমের দাম

বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের তরফে, বাড়তে থাকা বাজারদরের মাঝে। গত পনেরো বছরে প্রথমবার গম নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্র সরকারের পক্ষ থেকে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত সরকার গম মজুতের ক্ষেত্রে উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে।

কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় পুল থেকে ওপেন মার্কেট সেল স্কিম-এর অধীনে প্রথম দফায় উপভোক্তা এবং ব্যবসায়ীদের ১.৫ মিলয়ন টন গম বিক্রি করা হবে। খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানিয়েছেন, গমের দাম বৃদ্ধি পেয়েছে গত মাসে। প্রায় ৮% পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে মান্ডি পর্যায়ে। পাইকারি ও খুচরো বাজারে গমের দাম বৃদ্ধি না পেলেও কেন্দ্রীয় সরকার গম মজুতের ক্ষেত্রে উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে।

সঞ্জীব চোপড়ার কথায়, মান্ডি স্তরে গমের দাম ৮% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গমের মূল্য বৃদ্ধি ঠেকাতে পাইকারদের জন্য ৩ হাজার মেট্রিক টন এবং খুচরো বিক্রেতাদের জন্য ১০ হাজার মেট্রিক টন গম মজুতের উর্ধ্বসীমা বেধে দেওয়া হয়েছে। তবে গমের দাম পাইকারি ও খুচরো বাজারে বাড়েনি। তবে তিনি জানান গম রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বজায় থাকবে।