তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণে, জানলো আবহাওয়া দফতর

দু’-এক পশলা বৃষ্টি হলেও এখনই অস্বস্তি কমছে না রাজ্যের বেশির ভাগ অংশে। ২ মে, বৃহস্পতিবার থেকে ৫ মে, তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত। তবে এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে। তারা জানিয়েছে, এ বার তাপমাত্রা কমতে পারে ধীরে ধীরে। আগামী চার থেকে পাঁচ দিনে, দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলার কিছু অংশে তাপপ্রবাহ চলতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় রাতেও মিলবে না স্বস্তি। সেখানে রাতের তাপমাত্রা দিনের থেকে খুব একটা কমবে না। শুক্রবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা।

বাকি জেলার কিছু অংশে শুক্রবারও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানের কিছু অংশে চলতে পারে তীব্র তাপপ্রবাহ। ওই জেলাগুলির বাকি অংশে তাপপ্রবাহ চলতে পারে। রবিবারও দক্ষিণের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। ৬ মে, আগামী সোমবার থেকে ৮ মে, আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বিক্ষিপ্ত ভাবে।