পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভবনা বঙ্গ জুড়ে

শুরু হয়েছে কষ্টের দিন, চরছে গরমের পারদ। মাঝে কটাদিন স্বস্তি হলেও আবার যেন পুড়ছে রাজ্য। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস, মে মাসে ফের একবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে শুক্রবার থেকেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন হবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৫ মে শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।

কলকাতায় আজ সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ এবং আগামিকাল উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী ৫ মে শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।