আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে অবশেষে ২০১৬ সালের একাদশ ও দ্বাদশের নিয়োগের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

নিয়োগের ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়েছে কি না, তা জানতে হাইকোর্টের কাছে ২০১৬ সালের একাদশ-দ্বাদশের মেধাতালিকা ও সম্পূর্ণ তথ্য প্রকাশ করার আর্জি জানিয়েছিলেন ববিতা সরকার। ওএমআর শিট প্রকাশের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন ববিতা। আদালতের নির্দেশের পরই প্রকাশ হল ২০১৬ সালের একাদশ ও দ্বাদশের নিয়োগের পূর্ণ তালিকা।

স্কুল সার্ভিস কমিশণের প্রকাশ করা তালিকায় ৫৭৫৭ জনের নাম ছাড়াও স্কুল, জেলা, বিষয়েরও উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, নিজের চাকরি হারানোর পর তা পুনরায় ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ববিতা। বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশনও।