পঞ্জিকা মতে ২০২৪ সালের দুর্গাপুজো কবে? জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট

গত বছর দুর্গাপূজা ছিল অক্টোবরের শেষ দিকে। তবে এ বছর এমনটা হবে না। এবছর শারদীয় দুর্গাপূজা অক্টোবরের শুরুতে। ২০২৪ সালে দুর্গাপূজা কখন পড়বে তা জেনে নিন, তারপর ঠিক করুন কখন পূজার প্রস্তুতি শুরু করবেন।

২০২৪ সালে, মহালয়া বা সর্বপিত্র অমাবস্যা পালিত হবে ২ অক্টোবর বুধবার। সেই দিন থেকে, পিতৃপক্ষ শেষ হবে এবং দেবীপক্ষ শুরু হবে। ভোরবেলা মহিষাসুরমর্দিনীর স্তোত্র রেডিও থেকে ভেসে আসবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুমধুর সুরে। পরের দিন, ৩ অক্টোবর, দেবীপক্ষের প্রতিপদ তিথি। অবাঙালি সম্প্রদায় ওই দিন থেকে শারদীয় নবরাত্রি পূজা শুরু করবে।

২০২৪-এ শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট:-
মহাপঞ্চমী- ৮ অক্টোবর, মঙ্গলবার
মহাষষ্ঠী – ৯ অক্টোবর, বুধবার
মহাসপ্তমী – ১০ অক্টোবর, বৃহস্পতিবার
মহাষ্টমী – ১১ অক্টোবর, শুক্রবার 
মহানবমী পালিত হবে আগামী ১২ অক্টোবর ২০২৪ শনিবার।
বিজয়া দশমী পালিত হবে আগামী ১৩ অক্টোবর ২০২৪ রবিবার।

লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট:-
আগামী বছরের লক্ষ্মী পুজো পড়েছে ১৭ অক্টোবর, বৃহস্পতিবার

কালী পুজোর নির্ঘণ্ট:-
৩১ অক্টোবর বৃহস্পতিবার পড়েছে কালী পুজো 

ভাইফোঁটার নির্ঘণ্ট:-
৩ নভেম্বর, রবিবার পড়েছে ভাইফোঁটা

এই বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী, যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকে। আবার ২০২৪-এ বিজয়া দশমী রবিবার পড়ায় এই বছর দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে। গজ হল দেবীর উৎকৃষ্টতম বাহন, দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে, ভক্তদের মনের ইচ্ছে পূরণ হয়।

এ বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়েছে এবং দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে, দোলা বা পালকিতে দেবীর আগমন একটি ভয়ানক মহামারীর সূচনা করে, যা প্রচুর প্রাণহানির আশঙ্কা রাখে। আবার ২০২৪ সালে, বিজয়া দশমী রবিবার পড়ে, এই বছর দেবী গজ বা হাতিতে বাড়ি ফিরবেন। গজ হল দেবীর শ্রেষ্ঠ বাহন, দেবীর আগমন বা প্রস্থান হস্তী দ্বারা করা হলে মর্ত্যবাসী সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করবে, ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হবে।