সরকারের ঘোষণা অনুযায়ী নয়া চমক আসতে চলেছে দিঘায়

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে উত্তরবঙ্গ। চিরকালই উত্তরবঙ্গদ টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। সৈকত শহর দিঘা প্রত্যেক বাঙালির কাছেই খুব প্রিয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে দিঘাকে।

আলোকসজ্জায় নতুনভাবে সেজে উঠেছে এই সৈকত শহর। এছাড়াও পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় তৈরি করা হচ্ছে মন্দির। এরই মধ্যে এবার দিঘা থেকেই পেতে পারেন বিদেশের মজা। বিদেশি পর্যটনস্থানের আদলে দিঘায় তৈরি করা হচ্ছে নতুন পার্ক।

এবার দিঘায় সিঙ্গাপুরের আদলে তৈরি করা হচ্ছে আন্ডার ওয়াটার পার্ক। প্রশাসন খুব শীঘ্রই শুরু করবে জায়গা চিহ্নিতকরণের কাজ। এই আন্ডারওয়ার্ল্ড পার্কের মাধ্যমে সমুদ্রের গভীরে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা। জানা যাচ্ছে, হিডকো এই আন্ডার ওয়াটার পার্ক তৈরির দায়িত্ব পেয়েছে। আন্ডার ওয়াটার পার্ক নয়া পালক যোগ করতে চলেছে দিঘার মুকুটে।