যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় শিলিগুড়ির হাশমি চকে বিক্ষোভ প্রদর্শন করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলিগুড়ি শাখা। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে ঘটনার প্রতিবাদ জানান। বুধবার দুপুরে শিলিগুড়ির হাশমি চকে বিক্ষোভ দেখায় তারা। এই বিক্ষোভ থেকে বামপন্থীদের কটাক্ষ করা হয়। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি তুলে ধরা হয়।