ফের একবার বেশ কিছু বদল করা হলো সরকারের তরফে। রাজ্য সরকার আরও এক দফায় বেশকিছু আইপিএস আধিকারিককে রদবদল করেছে। এই দফায় রাজ্যের পাঁচ জেলার এসপি’কে বদলি করা হয়েছে। মালদার নতুন এসপি হচ্ছেন প্রদীপ কুমার যাদব, বারুইপুর পুলিশ জেলার নতুন এসপি পুষ্পা, ডায়মন্ড হারবারে ধৃতিমান সরকার, রানাঘাট পুলিশ জেলায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বাঁকুড়ায় বৈভব তিওয়ারিকে নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই দফায় কলকাতা এবং রাজ্য পুলিশের ১৭ জন আইপিএস’কে বদলি করা হয়েছে।
কয়েক সপ্তাহ আগে হয়ে যাওয়া পুরভোটে বিপুল ভাবে জিতেছিল তৃণমূল কংগ্রেস। তবে তাহেরপুরে জিতেছিল বামফ্রন্ট। এই ফলের পরেই পুলিশ আধিকারিকদের মধ্যে একাধিক রদবদল করেছিল প্রশাসন। পুরভোটের ফলপ্রকাশের পর রাতারাতি অপসারণ করা হয় তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে৷ তাঁর বদলে তাহেরপুর থানার ওসি করা হয় ধানতলা থানার ভারপ্রাপ্ত ওসি অমিতোষ রায়কে। আর ধানতলা থানার ওসি’র পদে নিয়ে আসা হয় রজনী বিশ্বাসকে। আসলে বিগত সাড়ে সাত মাসে কলকাতা হাইকোর্ট ৭ টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও কিছু ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে গিয়েছে। আপাতত অনেক মামলাতেই সিবিআই তদন্ত চলছে। মনে করা হচ্ছে, রাজ্য পুলিশে আদালত ভরসা করতে পারছে না। তাই বারবার সিবিআইয়ের ডাক পড়ছে। এখন দেখার সরকারের এই নয়া রদবদলে কিছু হেরফের হয় কিনা।
নির্বাচনের পর হিংসার ইস্যু থেকে সিবিআই দাবি তোলা শুরু হয়েছিল। তারপর থেকে বারবার এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে কেন্দ্রীয় গোয়েন্দাদের দিয়ে তদন্ত করানোর দাবি আরও জোরাল হয়েছে। ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে এসএসসি মামলা, রামপুরহাটের বগটুই থেকে হালে ঝালদা হত্যা মামলা, সবেতেই তদন্তভার পেয়েছে সিবিআই, সিবিআই আর সিবিআই।