প্রায় পঞ্চাশ টনের ইলিশ ধরা পড়লো দিঘায়

রাজ্যে একটু দেরি করে এলেও দেশ প্রবেশ হয়েছে বর্ষার। আর বর্ষা আসা মানেই ইলিশ। ইতিমধ্যেই বাজারে নানান সাইজের ইলিশের দেখা মিলছে। আর এই মরশুমের প্রথম ইলিশ এল দীঘায়। প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ এসেছে দিঘার মোহনার বাজারে। ইলিশ দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকেরা সকলেই।

মৎস্যজীবীরা জানিয়েছেন, এই ওজনের ইলিশ এবার সুস্বাদু হবে। দামের কথা বললে, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের বিক্রি হয়েছে ৫০০ থেকে ৭০০ টাকায়। এদিকে ৭০০ থেকে এক কেজি ওজনের মাছ বিক্রি হয়েছে ৮০০ থেকে হাজার টাকায়।

একদিকে পুবের হাওয়া, অন্যদিকে ইলশেগুঁড়ি বৃষ্টি, এই দুটোই ইলিশের পক্ষে অনুকূল। সেই কারণেই ইলিশ উঠেছে ভরপুর। উল্লেখ্য, এর আগে গত তিন বছর সেভাবে ইলিশের দেখা মেলেনি। তবে তিন বছর পর যে পরিমাণ রূপোলি শস্যের দেখা মিলেছে তাতে বেজায় খুশি মৎস্যজীবীরা।