প্রায় কয়েক লক্ষ্য মানুষ ঘর ছাড়া অসমে

বর্ষা আসতে এখনও খানিকটা দেরি আছে। কিন্তু সঙ্কট এখন থেকেই এসে হাজির হয়েছে অসম রাজ্যে। ‘অসময়ের’ বন্যায় এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। বিগত কয়েক দিন ধরেই বানভাসি অসমের একাধিক এলাকা। সরকারি তথ্য বলছে, ইতিমধ্যে প্রায় ৪ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন অসমে, মৃত কমপক্ষে ৮ জন।

শেষ পাওয়া তথ্য বলছে, অসমের ২৬ জেলা মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার কবলে পড়েছেন প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ এবং তাদের মধ্যে অধিকাংশ গৃহহীন হয়ে পড়েছেন। একাধিক স্কুল ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অসম উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ সূত্রের খবর, আগামী ২১ মে পর্যন্ত পরীক্ষা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক জেলায় আবার জুন মাস পর্যন্ত পরীক্ষা স্থগিত। প্রবল বৃষ্টির কারণে একাধিক জায়গায় আবার ধস নেমেছে। তাই প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

এই অবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন আরও বৃষ্টি চলবে অসমে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এতদিন ধরে যে ত্রাণ এবং উদ্ধারকাজ চলছে তা ব্যাহত হওয়ার সম্ভাবনাও আছে। যদিও ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে আনতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু আগামী দিনে আরও বিপর্যয় আশঙ্কা করে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সকলে।