মুম্বইয়ে প্রবল ধূলিঝড়ে হোর্ডিং ভেঙে মৃত প্রায় ১২

সোমবার মহারাষ্ট্রের রাজধানী মুম্বই প্রবল দুর্যোগের শিকার হয়। প্রবল ধূলিঝড়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়। সন্ধ্যার দিকে প্রবল হাওয়া আর ধূলোয় ঢেকে যায় চারপাশ। আচমকা এমন পরিস্থিতিতে রাস্তাঘাটে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। তবে মর্মান্তিক ঘটনাটি ঘটে ঘাটকোপর এলাকায়। একটি পেট্রোল পাম্পে হোর্ডিং ভেঙে পড়ে। ভেঙে পড়া হোর্ডিংয়ের নিচে চাপা পড়ে যায় বহু মানুষ। মুহূর্তে তা হয়ে ওঠে প্রাণঘাতী। এখনও অবধি ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসি।

বিপর্যয় মোকাবিলা বিভাগের শাবাজ সংবাদসংস্থাকে জানান, “মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শেষ দেহটি উদ্ধার করেছি। এখনও একটি লাল গাড়ি স্তূপের মধ্যে রয়েছে। একেবারে মিশে গিয়েছে। তার ভিতরে কেউ ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয়। ৮০ জনের মতো মানুষকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৫৭ জনকে গতকাল সন্ধ্যায়ই উদ্ধার করা হয়েছে। এখনও অবধি ১২ জনের মৃত্যু হয়েছে।”জানা গিয়েছে, ওই হোর্ডিং বা বিলবোর্ডটি পেট্রোল পাম্পের ঠিক সামনে লাগানো ছিল। এমনই ভয়াবহ ঝড় ওঠে যে তা কার্যত উড়ে এসে পড়ে। এদিকে চারদিক ধূলোয় ঢেকে যাওয়ার কারণে পথচারীদের মনে হয়েছিল, ওই পেট্রোল পাম্পের সামনে আশ্রয় নেওয়াটাই শ্রেয়। কিন্তু সেখানে যে মরণফাঁদ পাতা তা ভাবতে পারেননি মানুষগুলো।

ঘটনাস্থলে বিএমসির বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি পৌঁছে যায় এনডিআরএফ, মুম্বই দমকল বিভাগ। যে সংস্থার ওই বিলবোর্ড, তাদের বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি মামলা রুজু করেছে। সূত্রের খবর, এই বিলবোর্ডটি বসানোর আগে বিএমসির কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের পর মঙ্গলবারও ঝড়বৃষ্টি হবে মুম্বই ও পার্শ্ববর্তী এলাকায়।