তোর্ষা নদীর ভাঙ্গনে ভিটে বাড়ি ছাড়া তুফানগঞ্জ ১নং ব্লকের বলরামপুর ১নং গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকার প্রায় ১০টি পরিবার। প্রতিবছর বর্ষায় তোর্ষা নদীর জল বাড়লে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হয় অন্যত্র।
কিন্তু এবার নদী ভাঙ্গনের ফলে সেই ভিটে বাড়ি টুকুই চলে গিয়েছে নদীগর্ভে। বিঘার পর বিঘা চাষের জমি বর্তমানে নদীগর্ভে। প্রতিনিয়ত নদীর ভাঙ্গন গ্রাস করছে চাষের জমি। তাই নদী ভাঙ্গনে দিশেহারা শোলা ডাঙ্গা এলাকার তোর্ষার পারের বাসিন্দারা।
বর্তমানে বাড়িঘর হারিয়ে শেষ সম্বল টুকু আঁকড়ে ধরে বাঁধের ওপর ত্রিপল টানিয়ে দিন কাটাচ্ছে নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো বাসিন্দারা। বর্তমানে তাদের দাবি সরকারের পক্ষ থেকে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হোক। নদীর ভাঙ্গন ঠেকাতে তৈরি করা হোক পাথরের বাঁধ।