বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতেই গত ২ ও আগামী ৩ অক্টোবর দিল্লিতে ছিল তৃণমূলের ধর্না কর্মসূচী।
যন্তর-মন্তরে ধর্নায় বক্তব্য রাখার সময় অভিষেক বলেন, ‘দু’বছর যাদেরকে কাজ করিয়ে রাখার পর যাদের পারিশ্রমিক আটকে রাখা হয়েছে টাকা আমরা দেব। রাজ্য সরকারের উপর যদি চাপ সৃষ্টি হয়, আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা এখানে সাংসদ-বিধায়করা রয়েছি, আমাদের ৭০ হাজারের বেশি জনপ্রতিনিধি রয়েছে। আমাদের বেতনের টাকায় আপনাদের দু’মাসের মধ্যে টাকা দেব। ৩০ নভেম্বরের মধ্যে আমরা সব টাকা দেব। যন্তর-মন্তরে এই কথা বলে যাচ্ছি।’
ওই মঞ্চ থেকে বিজেপিকে (BJP) উপড়ে ফেলারও বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিজেপি সরকার হীরক রাজা। দড়ি ধরে মারো টান, জমিদার হবে খান খান।’