ফের আবার তলব করা হলো অভিষেককে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে। ঘটনাচক্রে ওই দিন দিল্লিতে তৃণমূলের ধর্ণা কর্মসূচী। আর তৃণমূলের পূর্ব নির্ধারিত কর্মসূচি দিনই ফের নেতাকে ডেকে পাঠালো ইডি।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে যাচ্ছে তৃণমূল। আর তৃণমূলের সেই কর্মসূচির দ্বিতীয় দিন নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সেকেন্ড ইন কমান্ডকে ডেকে পাঠালো গোয়েন্দা সংস্থা।