মিললো না রক্ষা৷ কয়লা পাচার কাণ্ডে অভিষেক-রুজিরাকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল না দিল্লি হাইকোর্ট৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র সমনের বিরুদ্ধে আদালতের রক্ষাকবচ পেলেন না অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যে ২১ সেপ্টেম্বর ফের তাঁকে দিল্লি তলব করা হয় অভিষেককে৷ এই সমনের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়৷ হাইকোর্টে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেলেন না অভিষেক-রুজিরা৷ ফলে কয়ালাকাণ্ডে তৃণমূল সাংসদকে ইডি-র সমনে কোনও বাধা রইল না। আগামী সোমবার ফের রয়েছে মামলার শুনানি।
প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে অভিষেক ও রুজিরাকে দিল্লি তলব করেছিল ইডি৷ সেই সমনের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছিলেন তাঁরা৷ এই মামলায় ইডি-র মতও জানতে চেয়েছিল আদালত৷ আজ দু’জনের রক্ষাকবচের আবেদনই খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট৷ আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ চলতি মাসের ৬ তারিখ কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করে ইডি। তাঁর স্ত্রী রুজিরাকেও ১লা সেপ্টেম্বর দিল্লিতে ডেকেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফের তাঁকে ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।