ত্রিপুরা দখলে আদাজল খেয়ে মাঠে নামছেন অভিষেক

২৩ জুন ত্রিপুরায় (Tripura) উপনির্বাচন (By Election)। তার আগে ভোট প্রচারে আজ আগরতলা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে বেলা ১২টা নাগাদ রোড শো শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূল সূত্রে খবর, মনলবার টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীঘাট থেকে আগরতলা বিধানসভা কেন্দ্রের জিবি বাজার পর্যন্ত রোড শোয়ের পর নির্বাচনী সভাও করবেন। এই দুটি বিধানসভা কেন্দ্রেই ২৩ জুন উপনির্বাচন রয়েছে। ২০ জুন ফের ত্রিপুরায় প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

উল্লেখ্য,অভিষেকের সফরের আগে, রবিবার বড়দোয়ালিতে অশান্তি বাধে। সেখানে তৃণমূলের প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থীর প্রচারের সব আয়োজনও বিজেপি-র লোকজন নষ্ট করে দেন বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। সোমবারও একদফা অশান্তি হয়েছে সেখানে। গেরুয়া শিবির যদিও অভিযোগ অস্বীকার করেছে।

প্রসঙ্গত, আগামী ২৩ জুন ত্রিপুরায় উপনির্বাচন। ফল ঘোষণা ২৬ জুন। সেই আবহে কর্মীদের মনোবল চাঙ্গা করতেই অভিষেক স্বয়ং সেখানে হাজির হতে চলেছেন বলে তৃণমূল সূত্রে খবর। দলের তরফে এমনিতেই ত্রিপুরায় রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের আগমনে আরও বেশি ভরসা পাচ্ছেন তৃণমূল কর্মীরা।

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থনে তৃতীয় বারের জন্য বাংলায় ক্ষমতায় ফেরার পর থেকেই পড়শি রাজ্যে ক্ষমতা বিস্তারে উদ্যোগী হয়েছে তৃণমূল। আর গোড়া থেকেই তা নিয়ে বিজেপি-র সঙ্গে অশান্তি বেধেছে তাদের।