শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক

ইডি হেফাজতে (ED Custody) পার্থ-অর্পিতা। যা এখন রাজনীতির অন্দরে অন্যতম চর্চার বিষয়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম জড়ানোয় অস্বস্তিতে কি তৃণমূল? প্রশ্ন তুলছে রাজনৈতিকমহল। তবে পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে আজ বিকেলে সিদ্ধান্ত নিতে পারে দলের শৃঙ্খলারক্ষা কমিটি বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek) এদিন বিকেলে এই বৈঠক ডেকেছেন।

উল্লেখ্য, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে টাকা, গয়না উদ্ধার হওয়ায় উদ্বেগ প্রকাশ করে পার্থকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার জোরালো দাবি তুলে টুইট করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
এবার আগের টুইট সরিয়ে ফের একবার টুইট করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখলেন, দল বিষয়টি দেখছে বলে টুইটে কুণাল জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তৃণমূল ভবনে দলীয় বৈঠকে ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্য মন্ত্রিসভাতেও মন্ত্রীপদে রাখা হবে কিনা, তা নিয়ে নেওয়া হতে পারে সিদ্ধান্ত। নবান্ন সূত্রে এমনটাই খবর। মন্ত্রিসভায় বৈঠকে ঘোষণা হতে পারে নতুন শিল্পমন্ত্রীর (Industry Minister) নাম। তাপস রায় হতে পারেন পরিষদীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে শিল্প দফতর বলে জানা গিয়েছে। শিল্প মহলে ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য পার্থকে সরানোর সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।