তৃণমূল স্তরে প্রগতি এবং উন্নয়নের লক্ষ্যে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হয়ে সাগরে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। যা চলবে আগামী দু মাস ধরে। গতকাল কোচবিহারে পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনহাটা পৌঁছে বামনহাটে রাত্রিযাপন করেন। আজ দিনহাটা সিতাই শীতলকুচিতে জনসভা করে মাথাভাঙ্গা কলেজ ময়দানে এসে বুথ অঞ্চল এবং ব্লক স্তরীয় নেতৃত্বদের সাথে বৈঠক করার পাশাপাশি আগামী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করতে গোপন ব্যালট বক্সে ভোট দান প্রক্রিয়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মাথাভাঙ্গা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে। ভোট প্রক্রিয়া চলবে সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত। তারপর মাথাভাঙ্গা কলেজ ময়দানে রাত্রিযাপন করবেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙ্গা কলেজ ময়দানে রাত্রি যাপন করে আগামীকাল তুফানগঞ্জে গিয়ে সভা করার কথা রয়েছে তার। এই মুহূর্তে মাথাভাঙ্গা কলেজ ময়দানে ব্যালক বক্স পৌঁছে গেছে আর এই ব্যালট বক্সেই গোপন ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে মাথাভাঙ্গা কলেজ ময়দানে এবং এই মুহূর্তে সমস্ত প্রস্তুতিও প্রায় শেষ লগ্নে। পঞ্চায়েত স্তর থেকে স্বচ্ছ ভোট প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন করতেই এই প্রক্রিয়া বলে জানা গেছে।