২৩ টেট উত্তীর্ণকে চাকরি দেওয়ার কড়া নির্দেশ দিলেন অভিজিৎ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে প্রথম থেকেই কড়া তিনি। রাজ্যে আজ পর্যন্ত এই ইস্যুতে কার্যত যা যা সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে তার পিছনে আছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এবার নিয়োগ নিয়ে আরও বড় নির্দেশ দিলেন তিনি। ২৩ জন চাকরিপ্রার্থীকে ২৩ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে বলে জানান তিনি। শুধু তাই নয়, পরবর্তী শুনানির দিন আদালতকে জানাতে হবে যে তাঁরা চাকরি পেয়েছেন কিনা।

তাঁর নির্দেশ, শূন্যপদ না থাকলে প্রয়োজনে তা তৈরি করে এই মামলাকারী ২৩ জনকে চাকরি দিতে হবে। আসলে এই মামলাকারীরা ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিল। কিন্তু অসফল হয়। পরে তাঁরা অভিযোগ করে যে, ছ’টি প্রশ্ন ভুল ছিল ওই পরীক্ষায়।

এদিকে প্রশ্ন ভুলের অন্য একটি মামলায় কয়েকজন মামলাকারীকে বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়কেই হাতিয়ার করে এরাও আদালতের দ্বারস্থ হয়। পরবর্তী সময়ে এই চাকরিপ্রার্থীদের ছয় নম্বর করে বাড়ে এবং তাঁরা সকলেই টেট উত্তীর্ণ হন।

কিন্তু অভিযোগ, পাশ করে যাওয়ার পরেও তাঁরা এখনও পর্যন্ত চাকরি পাননি। এই প্রেক্ষিতে পর্ষদ আবার জানায় এই মুহূর্তে তাদের কাছে শূন্যপদের তালিকা নেই। তাই তাঁরা চাকরি দিতে পারছে না। আদালতের বক্তব্য, ইতিমধ্যেই ছয় বছর ধরে এই ২৩ জন বঞ্চিত। তাই দ্রুত তাদের চাকরির নির্দেশ দেওয়া হয়েছে।