হোলির আগে বিভিন্ন কারখানায় জোর কদমে চলেছে আবির তৈরির কাজ

সামনেই হোলি তাই শিলিগুড়ি ইস্ট্রান বাইপাস সংলগ্ন শাস্ত্রী নগর এলাকায় কারখানায় জোড় কদমে চলেছে আবির তৈরির কাজ।

বিভিন্ন রঙের আবির তৈরি হচ্ছে এই কারখানায়। মূলত এরারুট, ফুলের পাপড়ি এবং রং দিয়েই তৈরি হয় এই আবির, গত লকডাউনে সেরকম ব্যবসা না হলেও এবার আশাবাদী ব্যবসা ভালো হবে। শিলিগুড়ির এই আবির কারখানায় ৩০ থেকে ৩৫ জন কাজ করেন এই আবির তৈরিতে। এই আবির শিলিগুড়ি শহরের মহাবীর স্থান সহ অন্যান্য জায়গার পাশাপাশি শিলিগুড়ির বাইরেও তাদের আবির বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা।