পাঞ্জাবে আম আদমি পার্টির বিধায়কের রহস্যমৃত্যু

পাঞ্জাবে আম আদমি পার্টির বিধায়কের রহস্যমৃত্যু। নিজের বাড়ির সুইমিং পুলের ধার থেকে বিধায়ক গুরপ্রীত বাসসি গোগীর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় গুলির ক্ষত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। কীভাবে গুলি লাগল তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন গুরপ্রীত (‌৫৮)‌। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা সুইমিং পুলের ধারে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে দয়ানন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাত ১২টা নাগাদ। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঞ্জাবের আপ সভাপতি আমন অরোরা এবং পুলিশ কমিশনার জসকরণ সিং তেজা গুরপ্রীতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গুরপ্রীতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, শুক্রবার একটি সভা থেকে রাত করে ফিরেছিলেন তিনি। খাওয়াদাওয়ার পর পুলের ধারে গিয়েছিলেন। সেখানে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। জানা গেছে আত্মরক্ষার জন্য নিজের কাছে পিস্তল রাখতেন গুরপ্রীত। অসাবধানতাবশত বন্দুক থেকে গুলি ছিটকে আপ বিধায়কের শরীরে লাগে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পরিবারের তরফে এটিকে দুর্ঘটনায় মৃত্যু বলে জানানো হয়েছে। অর্থাৎ আচমকা নিজের পিস্তল থেকে গুলি ছুটে আসাই গুরপ্রীতের মৃত্যুর কারণ বলে মনে করছে পরিবার।

২০২২ সালে আপে যোগ দিয়েছিলেন গুরপ্রীত। বিধানসভা নির্বাচনে লুধিয়ানা পশ্চিম থেকে তিনি দু’বারের বিধায়ক ভারতভূষণ আশুকে হারিয়ে দেন। পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।