আকাশের উদ্যোগে বৃহত্তম ‘নীট’ মক টেস্ট’

আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড বাইজু’স-এর সঙ্গে একযোগে ভারতের বৃহত্তম অল-ইন্ডিয়া নীট মক টেস্ট ২০২১ আয়োজন করেছে। এই অনলাইন টেস্ট হবে ২২ ও ২৯ অগাস্ট এবং ৫ সেপ্টেম্বর। এই টেস্টের জন্য শিক্ষার্থীদের কোনও ব্যয় বহন করতে হবে না।

রিভাইজড নীট প্যাটার্নের সঙ্গে সঙ্গতি রেখে এই অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পেপার হবে ৩ ঘন্টার। টেস্ট পেপারগুলি আকাশের বিশেষজ্ঞদের দ্বারা পরিকল্পিত। শিক্ষার্থীদের অল-ইন্ডিয়া র‍্যাংক দেওয়া হবে তাদের পারফর্ম্যান্সের ভিত্তিতে। যারা এই মক টেস্টে অংশ নিতে আগ্রহী তাদের এই লিংকে ক্লিক করতে হবে: https://aakashdigital.com/mock/neet-test

আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আকাশ চৌধুরি জানান, ‘স্টুডেন্টস ফার্স্ট’ দৃষ্টিভঙ্গী নিয়ে তাঁরা ভারতের বৃহত্তম অনলাইন অল-ইন্ডিয়া নীট মক টেস্ট ২০২১ সংগঠিত করছেন। ছাত্রছাত্রীদের স্বপ্নপূরণের লক্ষ্যে উৎসাহ জোগানোর জন্য এই মক টেস্টের রেজিস্ট্রেশন করা হবে বিনামূল্যে।