আকাশ এডুটিভিতে এনসিইআরটি ক্রাশ কোর্স

এয়ারটেল ডিটিএইচ এর সহযোগিতায় পরীক্ষা মূলক প্রস্তুতির জন্য এডুকেশন ফিল্ডে লিডার হিসেবে পরিচিত আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেড নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এনসিআরটির ক্র্যাশ কোর্স যা প্রথমবার সম্প্রচারিত হবে ভারতের টেলিভিশনের পর্দায়।


শিক্ষার্থীরা এখন থেকে নিজেদের বাড়িতে বসেই ৬০ দিনের মধ্যে তাদের বিদ্যালয়ের পাঠ্যক্রম সম্পূর্ণ করতে পারবে। এর মাধ্যমে তারা অন্যান্য গুরুত্তপূর্ণ পরীক্ষা যেমন অলিম্পিয়াড, এনইটি/ জেইইর মত প্রতিযোগীতামূলক পরীক্ষা গুলির জন্য বাড়ীতে বসেই প্রস্তুতি করতে পারবে। আকাশ এডুটিভি তে দিনে মাত্র ৮.২৩ টাকায় চেনেল সাবস্ক্রাইব করলে শিক্ষার্থীরা এই সুবিধাটি নিতে পারবে আর চেনেলটি সাবস্ক্রাইব করার জন্য গ্রাহকদের ৯১৫৪০৫৩৪৬৭ নাম্বারে মিস কল দিতে হবে।