শিলিগুড়ির আশরাফ নগর থেকে গভীর রাতে এন,জে পি সংলগ্ন সাউথ কলোনি এলাকায় ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের কাছে হাতেনাতে ধরা পরল এক যুবক। ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় ৩০০ গ্রাম ব্রাউন্ড সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার মধ্যরাত্রে শিলিগুড়ির আশরাফ নগর এলাকার যুবক মোহাম্মদ ইমতিয়াজ স্কুল ব্যাগে ৩০০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে গ্রাহকের জন্য অপেক্ষা করছিলেন এন,জে পি সংলগ্ন সাউথ কলোনী এলাকায়। খবর পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সমেত হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে এন,জে পি থানার পুলিশ।
এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা জানতেই আদালতের কাছে রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।