খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় দেশী পিস্তল সহ এক যুবককে গ্রেফতারের ঘটনায় নতুন করে আরো একজনকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। গত ৪ঠা ডিসেম্বর খড়িবাড়ি পানিট্যাঙ্কিতে মহম্মদ মিরাজকে পিস্তল সহ গ্রেফতার করার ঘটনায় তদন্তে নেমে গতকাল রাতে স্বপন বর্মনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। দেশী পিস্তল কিভাবে পেল ? কোথা থেকে এই পিস্তল এল? তার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। মূলত এসএসবির অভিযানের সময় মিরাজ ধরা পড়ার পর স্বপনের নাম পায় পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে সাফল্য পেল খড়িবাড়ি থানার পুলিশ।