জন্মদিনের পার্টি সেরে ঘরে ফেরার পথে গাছে ধাক্কা দিয়ে মৃত্যু হল এক যুবকের

ঘরে ফেরা হল না! জন্মদিনের পার্টি সেরে ঘরে ফেরার পথে গাছে ধাক্কা দিয়ে মৃত্যু হল এক যুবকের, আহত আরো এক। নকশালবাড়িতে জন্মদিনের পার্টি সেরে গভীর রাতে পানিট্যাঙ্কি ফেরার পথে শিমুলতলার রাজ্য সড়কে নিয়ন্ত্রণে হারিয়ে গাছে ধাক্কা দিয়ে গুরুতর জখম হন বিশাল অধিকারি ও রাহুল সিংহ। ঘটনাস্থলে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে আনলে বিশালের মৃত্যু হয়। অন্যদিকে রাহুলকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।