বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড়, বৃষ্টির পূর্বাভাস জারি করল।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একের পর এক নিম্নচাপ। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। গতকাল থেকেই কলকাতা সহ আশেপাশের জেলায় তুমুল বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে বৃষ্টি নামতে পারে।
আগামী কয়েকদিনের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রপাত-সহ বৃষ্টির সতর্কতা।