কেটে গেছে গোটা একবছর, তাও দলের পাশেই আছেন পার্থ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিয়ে দীর্ঘ জিজ্ঞেসাবাদের পর, তাকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি।

পার্থবাবুর সূত্র ধরেই ‘মডেল’ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। এরপর অর্পিতাকেও গ্রেফতার করে ED। পার্থ গ্রেফতারির পরই তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। তারপর পেরিয়ে গিয়েছে একটা বছর। এখনও জেলেই পার্থ-অর্পিতা।

তবে দল পাশে না থাকলেও তিনি যে দলের সাথেই রয়েছেন সেকথা বারেবারে জানান দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের কিছুদিন আগে অভিষেকের নবজোয়ার কর্মসূচী নিয়ে পার্থ বলেন, ‘১০০ শতাংশ সফল অভিষেকের কর্মসূচি, নবজোয়ারে জনজোয়ার এসেছে।’