এক দুধ বিক্রেতার বিরুদ্ধে রঙ মেশানোর অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত দুধহাটি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে,চাঁচল বাজারের দুধহাটি এলাকায় দীপক ঘোষ নামে এক দুধ বিক্রেতা দুধের মধ্যে রঙের মতো কিছু একটা মেশাচ্ছে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি আমরা।রবিবার এই ঘটনার বিষয়টি সোশ্যাল মাধ্যমে জানাজানি হতেই একাংশ ক্রেতা ও স্থানীয়রা ওই দুধ বিক্রেতাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ।ওই বিক্রেতার বেশ কয়েকটি জার ভর্তি দুধ এবং একটি মোটর বাইক আটক করেছে পুলিশ।
চাঁচল বাজার এলাকার স্থানীয় বাসিন্দা দেবাশীষ চক্রবর্তী বলেন,ওই দুধ বিক্রেতা বাজারে এসে দুধ বিক্রি করার সময় বাসন্তী রং এবং জল মিলাচ্ছে।এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।ওই বিক্রেতা এখানে মূলত মহিষের দুধ বিক্রি করে।
এরপর বিষয়টি জানাজানি হতেই দীপক ঘোষ নামে ওই দুধ বিক্রেতাকে চেপে ধরা হয়।কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই পালিয়ে যায়।এই ধরনের রং মেশানো দুধ আমাদের বাচ্চারা খেলে শরীরের ক্ষতি হতে পারে বলেও আমাদের ধারণা।এব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। চাঁচল থানার পুলিশ জানিয়েছে,বিষয়টি মৌখিক ভাবে জানালেও লিখিত কোনো অভিযোগ হয় নি।লিখিত অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।